মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার তৃণমূল প্রার্থী জহর সরকার। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে দিলেন প্রাক্তন আইএএস অফিসার তথা প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকার। বুধবার দুপুরে মনোনয়ন জমা দিতে বিধানসভায় পৌঁছন জহর। দুপুর সাড়ে ৩টে নাগাদ মুখ্য সচেতক নির্মল ঘোষকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন। দলত্যাগী দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহরকে প্রার্থী করেছে তৃণমূল। আগামী ৯ অগস্ট একই দিনে ওই আসনে উপ নির্বাচন এবং ফল ঘোষণা। মাস পাঁচেক আগে আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এবার কে প্রার্থী হবেন? দিল্লি সফরে যাওয়ার প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে তরফে টুইট করে জানানো হয়, 'রাজ্যসভায় আমরা জহর সরকারকে মনোনীত করেছি। প্রায় ৪২ বছর জনসেবায় নিযুক্ত ছিলেন তিনি। জনসেবার তাঁর অবদানকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে'।
প্রকাশ্যে মোদী এবং অমিত শাহকে প্রায় নিত্যদিনই আক্রমণ করতে দেখা যায় তাঁকে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যখন সঙ্ঘাত চলছে, সেই সময়ও মোদী-শাহের তীব্র সমালোচনা করেন জহর। বিজেপি এবং নরেন্দ্র মোদীর ঘোর সমালোচক হিসেবে পরিচিত জহরকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে বলে গত শনিবার ঘোষণা করে তৃণমূল। জনসেবার কাজে ৪২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জহরকে পাশে পেলে দেশসেবার পথ আরও মসৃণ হবে বলে জানায় তারা।
Find out more: