অন্যদিকে, গতকালের চেয়ে রাজ্যে বাড়ল মৃতের সংখ্যাও। বুধবার ১০ থেকে তা বেড়ে হল ১৪। শুধু তাই নয় উত্তর ২৪ পরগনা জেলায় ফের একশো ছাড়াল দৈনিক কোভিড আক্রান্ত। গত ৬ জুলাই নেমেছিল একশোর নীচে। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বুধবার সংক্রমিতের সংখ্যা ৮১৫। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৬৬২ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৫ হাজার ১১২ জনের। সংক্রমণ হার ১.৮১%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৮১। ১১৪ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। সেই ৬ জুলাইয়ের পর ফের একশোর উপরে উঠল দৈনিক সংক্রমণ। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৯, ৪৫ ও ৮০। উত্তরের ৩ জেলা- কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩৯, ৬২ ও ৪২। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৯ ও ৩৮ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ৩৭০ জন।
অন্যদিকে, গতকালের চেয়ে রাজ্যে বাড়ল মৃতের সংখ্যাও। বুধবার ১০ থেকে তা বেড়ে হল ১৪। শুধু তাই নয় উত্তর ২৪ পরগনা জেলায় ফের একশো ছাড়াল দৈনিক কোভিড আক্রান্ত। গত ৬ জুলাই নেমেছিল একশোর নীচে। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বুধবার সংক্রমিতের সংখ্যা ৮১৫। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৬৬২ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৫ হাজার ১১২ জনের। সংক্রমণ হার ১.৮১%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৮১। ১১৪ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। সেই ৬ জুলাইয়ের পর ফের একশোর উপরে উঠল দৈনিক সংক্রমণ। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৯, ৪৫ ও ৮০। উত্তরের ৩ জেলা- কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩৯, ৬২ ও ৪২। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৯ ও ৩৮ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ৩৭০ জন।