৩১ জুলাইয়ের মধ্যে 'এক দেশ, এক রেশন কার্ড' প্রকল্প (One Nation One Ration Card) বাস্তবায়নের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইতিমধ্যেই রাজ্যগুলি প্রায় ৯৫ শতাংশ মানুষের রেশন কার্ডের আধার সংযোগ (Ration Card- Aadhar Link) করেছে। প্রকল্প চালুতে আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষের ঠিক একদিন আগে শুক্রবার রাজ্যসভায় এমনটাই জানাল কেন্দ্র (Centre)। নবান্নের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যে সমস্ত অস্থায়ী পেশার মানুষ, সোজা কথায় পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, তাঁরা যাতে সহজে দেশের যে কোনও রেশন দোকান থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেন, সেই জন্য এই ব্যবস্থা চালু করা হল। নিজের রেশনকার্ড যদি সঠিক তালিকাভুক্ত থাকে, তা হলে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন পাবেন এ রাজ্যের সাধারণ মানুষ।

রাজ্য সরকারের নির্দেশে বলে দেওয়া হয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা আছে, তাঁরা যে কোনও রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তবে রেশন তোলার সময় আধার ভিত্তিক যে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, তাতে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। সোজা কথায়, আঙুলের ছাপ দিয়ে কার্ডের বিষয়ে সত্যতা প্রমাণ করতে হবে রেশন নিতে গেলে। রাজ্য সরকারের নির্দেশে বলে দেওয়া হয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা আছে, তাঁরা যে কোনও রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তবে রেশন তোলার সময় আধার ভিত্তিক যে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, তাতে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। সোজা কথায়, আঙুলের ছাপ দিয়ে কার্ডের বিষয়ে সত্যতা প্রমাণ করতে হবে রেশন নিতে গেলে।

Find out more: