ধ্যানচাঁদকে বলা হয় ‘হকির জাদুকর’। টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতার পরের দিনই খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচাঁদের নামে করার কথা ঘোষণা করলেন মোদী। এবার থেকে 'রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার'-এর নাম হতে চলেছে 'মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার'। হকি তারকা ধ্যানচাঁদকে সম্মান জানাতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমি সাধারণ মানুষের থেকে বহু অনুরোধ পাচ্ছিলাম খেলরত্ন পুরস্কারটি নামকরণ মেজর ধ্যানচাঁদের নামে প্রদানের জন্য। আমি তাঁদের মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়ে এবার থেকে খেল রত্ন পুরস্কারের নাম হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। জয় হিন্দ।' টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমি সাধারণ মানুষের থেকে বহু অনুরোধ পাচ্ছিলাম খেলরত্ন পুরস্কারটি নামকরণ মেজর ধ্যানচাঁদের নামে প্রদানের জন্য। আমি তাঁদের মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়ে এবার থেকে খেল রত্ন পুরস্কারের নাম হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। জয় হিন্দ।' 

প্রসঙ্গত, ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কার হল খেলরত্ন। ১৯৯১-৯২ সালে প্রথমবার দেওয়া হয়েছিল এই পুরস্কার। তা পেয়েছিলেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। ক্রিকেটার হিসাবে এই পুরস্কার প্রথম পান সচিন তেন্ডুলকর। ২০২০ সালে শেষবার দেওয়া হয়েছে তা। শুরুর সময় থেকেই এই পুরস্কারের নাম ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর নামে। প্রায় ৩০ বছর পর পরিবর্তন এল সেই নামে।

Find out more: