অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। তালিকায় নাম রয়েছে ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষ, সুবল ভৌমিকের। ১৮৬/৩৪ ধারায় স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। যুব তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ। আর তাঁদের ছাড়াতে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রথমসারির নেতা ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং দোলা সেন। থানায় বসে পুলিশ অফিসারকে বলেছিলেন অভিষেক, আপনার উর্দিতে অশোকস্তম্ভ আছে পদ্মফুল নয়। সেখানে দেখতে চেয়েছিলেন নথি। সোচ্চার হয়ে উঠেছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। এবার তার প্রেক্ষিতেই পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগে এফআইআর দায়ের করা হলো। সেখানে এই চারজনেরই নাম রয়েছে। খোয়াই থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়।

অভিযোগপত্রে লেখা হয়েছে, ধৃত তৃণমূল কর্মীদের ছেড়ে দেওয়ার জন্য অভিষেক-সহ তৃণমূলের পাঁচ নেতা-মন্ত্রী খোয়াই থানায় পৌঁছন। তাঁরা খোয়াইয়ের এসডিপিও রাজীব সূত্রধরের সঙ্গে ধৃত তৃণমূল নেতাদের বিষয়ে কথা বলেন। এর পরই খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত থানায় আসেন। তৃণমূলের নেতারা তখন পুলিশের কাছে ধৃতদের ছেড়ে দেওয়া এবং তাঁদের বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে তা পরিবর্তন করার দাবি জানান। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই দাবি মানা সম্ভব নয়। তার পরই তৃণমূলের নেতা-মন্ত্রীরা অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও-র সঙ্গে অভব্য আচরণ করেন।

Find out more: