১৩ অগস্ট অর্থাৎ আগামী শুক্রবার সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধীদের বিক্ষোভ, হইহুল্লোরের মধ্যে প্রত্যাশা মতো কাজ হয়নি বলেই বুধবার লোকসভায় বাদল অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নিলেন স্পিকার ওম বিড়লা। অন্য দিকে, রাজ্যসভায় বিরোধীদের আচরণে ক্ষুন্ন হয়ে কেঁদেই ফেললেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। সূত্রের খবর, এই পরিস্থিতিতে সংসদ অচল করার অভিযোগে বিরোধী নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। গতকাল রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল এবং অন্যান্য সংসাদরা। সূত্রের খবর, চেয়ারম্যানের কাছে বিরোধী নেতাদের নামে অভিযোগ করেন তাঁরা। জানান, সংসদের কাজকর্মে ইচ্ছাকৃত ভাবে বাধা দিচ্ছে বিরোধীরা। সংসদকে অচল করে দেওয়াই তাঁদের পরিকল্পনা। সেই খবরের ভিত্তিতেই রাজ্যসভার চেয়ারম্যান সম্ভবত বিরোধী সংসদদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই সংসদে শুরু হয়েছিল বাদল অধিবেশন। তখন থেকেই পেগাসাস, নয়া কৃষি আইন, জিনিসপত্রের দামবৃদ্ধি-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধের সংসদে সরব হয়েছিলেন বিরোধীরা। শুরু থেকেই প্রায় প্রত্যেক দিনই ঘণ্টার পর ঘণ্টায় মুলতুবি থেকেছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের অধিবেশন। কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে বিবৃতির কাগড় ছিঁড়ে গোটা বাদল অধিবেশন পর্বের জন্যই সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু ছাড়াও বিরূপ আচরণ করার অভিযোগ আরও বেশ কয়েক জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই বছরের বাদল অধিবেশনে একাধিক নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ।
Find out more: