আরও একবার রাজ্যকে পর্যাপ্ত টিকা না দেওয়ার অভিযোগ করলেন। তিনি জানান,'রাজ্যের জন্য দরকার ১৪ কোটি টিকা। ঠিকমতো টিকা মিলছে না।' কোভিড-টিকা (Covid Vaccine) নেওয়ার পর গ্রহীতাকে দেওয়া হচ্ছে শংসাপত্র। তাতে রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi) ছবি। এ নিয়ে আপত্তি করলেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'আমি আপনার সমর্থক নই। কেন ছবি ব্যবহার করব? কোভিড শংসাপত্রে নিজের ছবি বাধ্যতামূলক করেছেন। আমি আপনাকে পছন্দ করি না। কিন্তু আমাকে এটা নিতে হবে। কেন? মানুষের স্বাধীনতা কোথায়?' এরপর মমতার কটাক্ষ, ডেথ সার্টিফিকেটেও নিজের ছবি দিন। বাড়াবাড়ি করছে!

তবে বৃহস্পতিবার রাজ্য সরকার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৭। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৪৬ জন। জেলাভিত্তিক হিসেবের নিরিখে এখনও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে বৃহস্পতিবার সংক্রমিত হয়েছেন মোট ৮৮ জন। তালিকায় তার পরেই রয়েছে কলকাতা, দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ গিয়েছে ১৮ হাজার ২৬৮ জনের। এ দিন রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭৭৩ জন। বুধবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ১.৩৬ শতাংশ, বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১.৫৪ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪৪৬ জনের।

Find out more: