স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা শহরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। লালবাজার সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে এ বার রেড রোডকে সাতটি জ়োনে ভাগ করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের সাত ডেপুটি কমিশনার। প্রতিটি জ়োনকে আবার একাধিক সেক্টরে ভাগ করা হয়েছে। অর্থাৎ মোট ৪৬টি সেক্টর থাকছে রেড রোড সংলগ্ন এলাকায়। প্রতি সেক্টরের দায়িত্বে থাকবেন এক জন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এসি পদমর্যাদার অফিসার। গোটা রেড রোড চত্বরে নজরদারি চালানোর জন্য তৈরি করা হয়েছে ৬টি ওয়াচ টাওয়ার বা নজর মিনার। থাকছে ৮টি মোটরবাইক দল, যারা অনুষ্ঠান চলাকালীন চারটি জ়োনের মধ্যে ঘুরবে। পুলিশ সূত্রের খবর, নিরাপত্তার জন্য ওই দিন রেড রোডে একাধিক জায়গায় থাকছে বালির বাঙ্কার, যেখানে থাকবেন কমব্যাট বাহিনীর সদস্যেরা। এ ছাড়া থাকছে কমান্ডো বাহিনীও। অতিরিক্ত হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং পিসিআর ভ্যানও থাকছে ধর্মতলা এবং রেড রোড অঞ্চলে।

অন্যদিকে, ১৫ অগাস্ট (15th August), দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে (75th Independence-Day) ৭৫০০ স্কোয়ারফুটের পতাকায় মুড়ে ফেলা হবে তিলোত্তমার ঐতিহাসিক স্থাপত্যের একাংশ। বছরে দু'বার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভারতের পতাকা উত্তোলন হয়। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ও ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে। এই প্রথম বিরাট জাতীয় পতাকা শোভা পাবে রানি ভিক্টোরিয়ার স্মৃতিসৌধে। দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (Himalayan Mountaineering Institute) এই পতাকা বানিয়েছে। ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছেন ভিক্টোরিয়া ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক। ভারত স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে সেই প্রতীককেই ঢাকবে জাতীয় পতাকা।

Find out more: