কোভিডের তৃতীয় ঢেউয়ের সময়কাল নিয়ে জল্পনা শুরু দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থাকাকালীনই। তবে অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি রিপোর্ট দিয়ে জানাল এ কথা। রিপোর্টে বলা হল, দেশে ইতিমধ্যেই আছড়ে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে দেশে ‘আর ভ্যালু’ ১-এর উপর উঠে গিয়েছে। প্রসঙ্গত, এক জন সংক্রমিতের থেকে কত জন আক্রান্ত হচ্ছেন, তা বোঝানো হয় এই ‘আর ভ্যালু’ দিয়ে। তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পরিকাঠামোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে কমিটির রিপোর্টে। দ্বিতীয় ঢেউয়ের দূর্বিষহ অবস্থার কথা মাথায় রেখে শিশুদের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ভেন্টিলেটরের ব্যবস্থা রাখতেও বলা হয়েছে।
এই রিপোর্ট সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে। কারণ, অক্টোবর থেকেই বাংলায় পুজোর মরশুম শুরু হচ্ছে। তার মধ্যেই কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়া এবং তা শিখর ছোঁয়ায় পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। করোনার তৃতীয় ঢেউতে যে শিশুরা বেশি আক্রান্ত হবে এ ব্যাপারে এখনও যথেষ্ট প্রমাণ নেই। তবে NIDM এর মতে, শিশুরা তেমন আক্রান্ত না হলেও সংক্রমণ ছড়িয়ে দিতে ভূমিকা নিতে পারে। উপরন্তু, শিশুদের ক্ষেত্রে কো-মরবিডিটি অন্যতম বড় ফ্যাক্টর হতে পারে। সেক্ষেত্রে তাদের টিকাকরণ যত দ্রুত করা যায ততই ভালো।
Find out more: