লোকাল ট্রেনের উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। ফলে লোকাল এখনই চলছে না বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নিজেও জানিয়েছিলেন, গ্রামে ৫০ শতাংশ টিকাকরণ না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না। ১৮ অগাস্ট তিনি বলেছিলেন,'গ্রামগুলিকে ৫০ শতাংশ টিকা দিতে পারলে কিছুটা নিশ্চিন্ত হয়ে লোকাল ট্রেন চালু করব।' অন্যদিকে, শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সব রাজ্যকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে আসন্ন উৎসবের মরসুমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক গুচ্ছ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
লোকাল ট্রেনের উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। ফলে লোকাল এখনই চলছে না বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নিজেও জানিয়েছিলেন, গ্রামে ৫০ শতাংশ টিকাকরণ না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না। ১৮ অগাস্ট তিনি বলেছিলেন,'গ্রামগুলিকে ৫০ শতাংশ টিকা দিতে পারলে কিছুটা নিশ্চিন্ত হয়ে লোকাল ট্রেন চালু করব।' অন্যদিকে, শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সব রাজ্যকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে আসন্ন উৎসবের মরসুমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক গুচ্ছ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।