তৃতীয় ঢেউ তীব্রতর আকার নেবে বলে আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে শনিবার করোনা বিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্যে ফের বাড়ল করোনায় বিধিনিষেধের মেয়াদ (West Bengal Covid 19 restrictions)। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকছে কোভিড বিধিনিষেধ। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বজায় থাকবে রাত্রিকালীন নিষেধাজ্ঞা। পরিস্থিতি পর্যালোচনা করে পুজোর পর স্কুল খোলার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নতুন কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার।  অগস্টের শেষ শনিবার জারি করা নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বোচ্চ ৫০ শতাংশ আসনে পড়ুয়াদের বসিয়ে খোলা যাবে কোচিং সেন্টার। তবে সে ক্ষেত্রে স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই শর্তসাপেক্ষে খোলা যাবে সেন্টারগুলি। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই শর্তসাপেক্ষে খোলা যাবে সেন্টারগুলি।

লোকাল ট্রেনের উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। ফলে লোকাল এখনই চলছে না বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নিজেও জানিয়েছিলেন, গ্রামে ৫০ শতাংশ টিকাকরণ না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না। ১৮ অগাস্ট তিনি বলেছিলেন,'গ্রামগুলিকে ৫০ শতাংশ টিকা দিতে পারলে কিছুটা নিশ্চিন্ত হয়ে লোকাল ট্রেন চালু করব।'  অন্যদিকে, শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সব রাজ্যকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে আসন্ন উৎসবের মরসুমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক গুচ্ছ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Find out more: