জন্মেই ওজন ৬ কেজি ২০০ গ্রাম। একেবারে জন্মেই সুপার উওম্যান। বাংলাদেশের শেরপুরে এমনই এক কন্যাশিশুর জন্ম হল। ডাক্তাররা বলছেন, একটি নবজাতকের স্বাভাবিক ওজন হয়ে থাকে আড়াই কেজি থেকে চার কেজি পর্যন্ত। কিন্তু এই শিশুটির ওজন ৬ কেজি ২০০ গ্রাম। এটি প্রায় বিরল। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশ, নবজাতক শিশুটির বাবা সজল মিয়া (৩২), পেশায় অটোভ্যানচালক, আর মা শেফালী বেগম (৩০), পোশাক কারখানার কর্মী। তাঁদের বাড়ি শেরপুরের শ্রীবরদীতে। এটি তাঁদের তৃতীয় সন্তান। তাঁর ঘরে আরও দুই ছেলেসন্তান রয়েছে।

ওজনে ৬ কেজি ২০০ গ্রামের নবজাতক শিশুটি সুস্থ আছে। তবে তার মায়ের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ। প্রসূতিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা বলেন, সাধারণত গর্ভবতী মায়ের ডায়াবেটিস বা ওই ধরনের রোগ থাকলে কিংবা বাবা-মার ওজন বেশি থাকলে অধিক ওজনের শিশুর জন্ম হতে পারে। তবে এ ক্ষেত্রে প্রসূতি ও নবজাতকের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির এত বেশি ওজন হওয়ার কারণ জানা সম্ভব হবে বলে ডাক্তাররা জানিয়েছেন। আজ বুধবার বিকেলে নারায়ণপুর এলাকার জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। সাধারণত গর্ভবতী মায়ের ডায়াবেটিস বা ওই ধরনের রোগ থাকলে কিংবা বাবা-মার ওজন বেশি থাকলে অধিক ওজনের শিশুর জন্ম হতে পারে। তবে এ ক্ষেত্রে প্রসূতি ও নবজাতকের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির এত বেশি ওজন হওয়ার কারণ জানা সম্ভব হবে বলে ডাক্তাররা জানিয়েছেন। আজ বুধবার বিকেলে নারায়ণপুর এলাকার জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

Find out more: