কেরলে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণেই পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানিয়েছে, কেরলে করোনা সংক্রমণের হার কমার লক্ষণ নেই। প্রতিদিনই রাজ্যে ৩০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ছে। যা গোটা দেশের সামগ্রিক করোনা সংক্রমণের প্রায় ৭০ শতাংশ। আদালত বিস্ময় প্রকাশ করে বলেছে, পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার আগে কেরলের করোনা সংক্রমণের হিসেব কি মাথায় ছিল না সরকারের? বিচারপতি হৃষিকেশ রায় বলেন, ‘‘আমি কেরল হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলাম। আমি জানি কেরলের স্বাস্থ্য পরিকাঠামো দেশে সেরা। কিন্তু তা সত্ত্বেও ওখানে সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না।’’

অন্যদিকে, লক্ষ্য ২০২৩-এর বিধানসভা ভোট। ত্রিপুরাতে (Tripura) জমি শক্ত করতে কোনও কসুর করছে না তৃণমূল (TMC)। মাটি আঁকড়ে পড়ে রয়েছেন নেতারা। বিশেষ গুরুত্ব দিচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে ত্রিপুরায় (TMC) জনসংযোগে নয়া কৌশল নিল বিজেপি (BJP)। 'দিদিকে বলো' (Didike Bolo) কর্মসূচির ধাঁচে এবার ওই রাজ্যেও শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই হেল্পলাইন নম্বর। এই নম্বরের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন রাজ্যের যেকোনও সাধারণ মানুষ। নিজের অভাব-অভিযোগ জানাতে পারবেন। কোথায় সরকারের খামতি রয়েছে, উন্নয়নের কোন কাজ হয়নি, কোথায় দুর্নীতি হচ্ছে। সমস্ত তথ্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন ত্রিপুরার মানুষ। বিপ্লব দেব সরকারের এই পদক্ষেপকে ভোটের আগে জনসংযোগের নয়া কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Find out more: