রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তর সংখ্যা ৪২ হাজার ৭৬৬। কোভিড অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৪৮। শনিবারই সক্রিয় আক্রান্তর সংখ্যা চার লক্ষ ছাড়িয়েছিল। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮। রবিবার সেই তুলনায় বেশ কিছুটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০৮। সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ০৯১। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৪২ শতাংশ।
অন্যদিকে,কেরলে নিপা ভাইরাসে ১২ বছরের কিশোরের মৃত্যু, রবিবার যাচ্ছে কেন্দ্রীয় দল সংবাদ সংস্থা কোচি ০৫ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৫ কেরলে নিপা-র হানায় মৃত্যু কিশোরের কেরলে নিপা-র হানায় মৃত্যু কিশোরের ফাইল চিত্র। কেরলের কোঝিকোরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সে। শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার ভোরে ছেলেটি মারা যায়। ৩ সেপ্টেম্বর ওই কিশোরের দেহে নিপা ভাইরাসের উপসর্গ ধরা পড়ে। তার নমুনা পাঠানো হয় পুণের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে’। সেখানে নমুনা পরীক্ষা করে দেখা যায় নিপা ভাইরাসেই আক্রান্ত হয়েছে ছেলেটি। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, ‘‘আমরা সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। পরিস্থিতি সামলানোর জন্য কয়েকটি দল গঠন করেছি। ভাইরাসের উৎস অনুসন্ধান চলছে। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিশোরের পরিবারের কারও মধ্যে এখনও কোনও উপসর্গ দেখা যায়নি।’’
Find out more: