কেন্দ্রীয় স্বাস্থ এবং পরিবার কল্যাণ মন্ত্রক শুক্রবার জানিয়েছে, এখনো অবধি ভারতে মোট ৭২.৩৭ কোটি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬৭ লক্ষ ৫৮ হাজার ৪৯১টি টিকাকরণ করা হয়েছে। তথ্য অনুযায়ী উত্তর প্রদেশে সেপ্টেম্বরে একদিনের গড় টিকাকরণ ১১.৭৩ লক্ষ যা মার্কিন যুক্তরাষ্টের ৮.০৭ লক্ষের থেকে বেশি। গুজরাট প্রতিদিন ৪.৮০ লক্ষ মানুষকে টিকা দিচ্ছে যেখানে মেক্সিকো দিচ্ছে ৪.৫৬ লক্ষ মানুষকে। সেপ্টেম্বরে কর্ণাটকে প্রতিদিন গড় টিকাকরণের হার ৩.৮২ লক্ষ যেখানে রাশিয়ার হার ৩.৬৮ লক্ষ। মধ্যপ্রদেশ এই মাসে দিনে গড়ে টিকাকরণ করছে ৩.৭১ লক্ষ এবং ফ্রান্স করছে ২.৮৪ লক্ষ। কানাডায়  দিনে গড় টিকাকরণের হার ০.৮৫ লক্ষ যেখানে হরিয়ানার গড় ১.৫২ লক্ষ।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর ওই পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী মোদী নির্দেশ দিয়েছেন কোনও অবস্থাতেই টিকাকরণের গত স্লথ হতে দেওয়া চলবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, ‘‘ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি।’’ তিনি জানান বর্তমানে দেশের ৩০টি জেলার সাপ্তাহিক সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশ। ৩৫টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের সামান্য বেশি। বৃহস্পতিবার স্থাস্থ্য মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছিল, দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষ প্রথম টিকা পেয়ে গিয়েছেন। অন্তত ১৮ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। মোট ৭২ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টিকাকরণের কাজে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের অন্যত্র না সরানোর বিষয়টি কেন্দ্র নিশ্চিত করতে চায় বলে সরকারি সূত্রের খবর।

Find out more: