গণেশ চতুর্থীর দিন মনোনয়নপত্র জমা দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ২টো নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মমতার চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের স্ত্রী এবং প্রযোজক নিশপাল সিং রাণে।আর এদিনই বিজেপি প্রার্থী ঘোষণা করল ভবানীপুর উপনির্বাচনের জন্য। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। 'ভোট পরবর্তী হিংসা' মামলাতে আইনজীবী হিসেবে লড়াই করেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tiberwal)।

২০১৪ সালের অগস্ট মাসে বিজেপি-তে যোগ দিয়েই ২০১৫-র কলকতাতা পুরসভা নির্বাচনে প্রার্থী হন ৪৮ নম্বর ওয়ার্ডে। পরাজিত হন। না রাজনীতি ছেড়ে দেননি, বরং ধীরে ধীরে দলে নিজের জায়গা তৈরি করতে থাকেন। একুশের বিধানসভা ভোটে এন্টালি থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tiberwal)। কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান প্রায় ৫৯ হাজার ভোটে। তবে আদালতে দুঁদে আইনজীবী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tiberwal)। অতীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় লড়াই করেন তিনি। রাজনৈতিক ভাবে যে মামলাগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল। ১৯৮১ সালে জন্মানো প্রিয়াঙ্কা কলকাতার ওয়েল্যান্ড গোলস্মিথ স্কুলে লেখাপড়া করেন। এর পরে দিল্লি থেকে স্নাতক এবং হাজরা ল কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক হন। এর পরে মানবসম্পদ বিষয়ে এমবিএ করেন তাইল্যান্ড অ্যাসামপশন ইউনিভার্সিটি থেকে। বাংলা তো বটেই সেই সঙ্গে হিন্দি ও ইংরেজিতে স্বচ্ছন্দ প্রিয়াঙ্কা।

Find out more: