গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন। কেন্দ্রীয় স্বাস্ত্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭ জন। সংক্রমণ ৩৫ হাজারের নীচে থাকলেও সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় বেড়ে হয়েছে ২.১০ শতাংশ। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীও বেড়েছে ৮৭০। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯১ হাজার ৫১৬ জন।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত একটি তথ্য থেকে জানা যাচ্ছে ভারতের পাঁচটি রাজ্যে টিকাকরণের হার বিশ্বের বেশ কিছু প্রধান দেশের তুলনায় বেশি। কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত একটি তথ্য থেকে জানা যাচ্ছে ভারতের পাঁচটি রাজ্যে টিকাকরণের হার বিশ্বের বেশ কিছু প্রধান দেশের তুলনায় বেশি। তথ্য অনুযায়ী উত্তর প্রদেশে সেপ্টেম্বরে একদিনের গড় টিকাকরণ ১১.৭৩ লক্ষ যা মার্কিন যুক্তরাষ্টের ৮.০৭ লক্ষের থেকে বেশি। গুজরাট প্রতিদিন ৪.৮০ লক্ষ মানুষকে টিকা দিচ্ছে যেখানে মেক্সিকো দিচ্ছে ৪.৫৬ লক্ষ মানুষকে। সেপ্টেম্বরে কর্ণাটকে প্রতিদিন গড় টিকাকরণের হার ৩.৮২ লক্ষ যেখানে রাশিয়ার হার ৩.৬৮ লক্ষ। মধ্যপ্রদেশ এই মাসে দিনে গড়ে টিকাকরণ করছে ৩.৭১ লক্ষ এবং ফ্রান্স করছে ২.৮৪ লক্ষ। কানাডায় দিনে গড় টিকাকরণের হার ০.৮৫ লক্ষ যেখানে হরিয়ানার গড় ১.৫২ লক্ষ।
Find out more: