তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদী সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বাংলার শাসক দলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন মোদী মন্ত্রিসভার দু’বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদও ছেড়ে দেবেন। ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
অন্যদিকে, বাবুলের দলত্যাগে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এ দিন শমীক (Samik Bhattacharya) বলেন,'মানুষের সেবা করার জন্য সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না বলেছিলেন। নাটকীয়ভাবে সন্তর্পণে তৃণমূলে যোগ দিলেন। আসানসোলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল আস্থা রেখেছিল। দলের সঙ্গেও প্রতারণা করেছেন। এটা সরিয়ে রাখলেও নিজের ভাবমূর্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করলেন।' কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাওয়াতেই বাবুল বিজেপি ছাড়লেন বলে মনে করেন শমীক (Samik Bhattacharya)। তাঁর কথায়, 'সাংসদ, বিধায়ক বা মন্ত্রী হয়েই মানুষের কাজ করতে হবে এটা কোনও সুস্থ, স্বাভাবিক রাজনীতির লক্ষণ হতে পারে না। সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দিলে ভালো হত।' তাঁর কথায়, 'সাংসদ, বিধায়ক বা মন্ত্রী হয়েই মানুষের কাজ করতে হবে এটা কোনও সুস্থ, স্বাভাবিক রাজনীতির লক্ষণ হতে পারে না। সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দিলে ভালো হত।'
Find out more: