রাজ্যে টিকাকরণের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেল। শনিবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যচসিব। শনিবার রাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ৭ লাখ ৬২ হাজার ৯৪৯ জনকে। আর এদিনই রাজ্যে টিকাকরণের সীমা ৫ কোটি ছড়াল। মুখ্যসচিব জানিয়েছেন, এখনওপর্যন্ত রাজ্যে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ০০২ জন। অন্যদিকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৪৪০ জন। সবমিলিয়ে ভ্যাকসিন ডোজ পেয়েছেন ৫ কোটি ১ লাখ ২ হাজার ৪৪২ জন।
অন্যদিকে, পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাস মতোই শনিবার সকাল থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। সারাদিন বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আলিপুর। শনিবার সকালের বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বহু জায়গায় জল জমেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার দফায় দফায় কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়াতে ভারী বৃষ্টি হবে। সারাদিন মেঘলা থাকবে আকাশ। শনিবার সকালের বৃষ্টিতে উত্তর কলকাতার ঠনঠনিয়া, কালাকার স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ প্রভৃতি এলাকায় জল জমেছে। ফলে সমস্যায় পড়েছেন পথচারীরা। সারাদিন মেঘলা থাকবে আকাশ। শনিবার সকালের বৃষ্টিতে উত্তর কলকাতার ঠনঠনিয়া, কালাকার স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ প্রভৃতি এলাকায় জল জমেছে। ফলে সমস্যায় পড়েছেন পথচারীরা।
Find out more: