রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন। তার মধ্যে শুধুমাত্র কলকাতায় আরও ১১৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এ ছাড়া, উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০৭। নদিয়ায় ৪৮, হুগলিতে ৪৪, দার্জিলিঙে ৩৯ এবং দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত ৩০ জন। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় কমবেশি প্রায় প্রতিটি জেলায় সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৬১ হাজার ৬৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা সাত হাজার ৯০৬। সংক্রমণ কমলেও এর দৈনিক হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১.৯১ শতাংশে।

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং এল মুরুগানকে রাজ্যসভা by-election-এ মনোনীত করার কথা ঘোষণা করেছে বিজেপি। শনিবার তারা জানিয়েছেন সর্বানন্দকে অসম থেকে এবং মুরুগানকে মধ্যপ্রদেশ থেকে মনোনীত করার কথা বলেছে তারা। এই ২ জন কেন্দ্রিয় মন্ত্রীকেই ৭ই জুলাই মন্ত্রিসভা সম্প্রসারণের সময়ে মন্ত্রিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যসভা bye-election-এর ঘোষণা করেছে। এই নির্বাচন হবে আগামী ৪ঠা অক্টোবর। পশ্চিমবঙ্গ, অসম, মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে ১টি করে এবং তামিলনাড়ুতে ২ টি আসনে হবে নির্বাচন। মানস ভূঁইয়া (পশ্চিমবঙ্গ), বিশ্বজিৎ দাইমারি (অসম), থাওয়ারচাঁদ গেহলোত (মধ্যপ্রদেশ) এবং কেপি মুনুসামি এবং আর ভিঠিলিঙ্গাম (তামিলনাড়ু), রাজ্যসভা থেকে পদত্যাগ করার পরে এই আসনগুলি খালি হয়। এছাড়া মহারাষ্ট্রের আসনটি খালি হয় রাজ্যসভার সাংসদ রাজীব সাতাভের কোভিডে মৃত্যু হওয়ার পরে।

Find out more: