দৈনিক মৃত্যু সোমবার ৩০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯৫ জন প্রাণ হারিয়েছেন কোভিডে। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। এর মধ্যে দেড় লক্ষাধিক কেরলে। মহারাষ্ট্রে সাড়ে ৪৬ হাজার। মিজোরাম, কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১৫ হাজারের আশপাশে। বাকি সব রাজ্যেই তা ১০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে নেমেছে। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের কম। এর মধ্যে দেড় লক্ষাধিক কেরলে। মহারাষ্ট্রে সাড়ে ৪৬ হাজার। মিজোরাম, কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১৫ হাজারের আশপাশে। বাকি সব রাজ্যেই তা ১০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে নেমেছে। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের কম।
স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) তথ্য অনুয়ায়ী, কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে সক্রিয় রোগী ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) মুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন। এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। এখন পর্যন্ত করোনা (Corona) মুক্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১০৫ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জনের।
Find out more: