নিন্মচাপের প্রভাবে রবিবার রাত থেকে টানা বৃষ্টি কলকাতা-সহ জেলাগুলিতে। যার ফলে বহু জায়গায় রেল লাইনে জল জমে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে রেল পরিষেবা। জল জমেছে টিকিয়াপাড়া ইয়ার্ড এবং হাওড়া কারশেডে। সেই কারণে মঙ্গলবার একাধিক ট্রেন হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে। ভোরে হাওড়া থেকে ছাড়েনি হাওড়া টিটাগড় স্পেশাল, হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন। হাওড়া-পুরী স্পেশাল এদিন সকাল ৯.২০ মিনিটে হাওড়া থেকে ছাড়ার পরিবর্তে ১০.২০ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে। হাওড়া-যশবন্তপুর স্পেশাল হাওড়া থেকে ১০.৫০-এর পরিবর্তে সাঁতরাগাছি থেকে ১১-৫০ মিনিটে ছাড়বে। হাওড়া-রাঁচি স্পেশাল ১২,৫০ মিনিটে হাওড়ার পরিবর্তে  বেলা ২.৩০-এ খড়গপুর স্টেশন থেকে ছাড়বে।

হাওড়ার বদলে শালিমার থেকে ছাড়ছে ষে সব ট্রেন-

• হাওড়া-হায়দরাবাদ স্পেশ্যাল বেলা ১২টা ৩০ মিনিটের বদলে বেলা ১২টা ৩০ মিনিটে ছাড়বে।

• হাওড়া-চেন্নাই স্পেশ্যাল দুপুর ৩টা ৩০ মিনিটের বদলে বিকাল ৪টা ৩০ মিনিটে ছাড়বে।

হাওড়ার বদলে খড়্গপুর থেকে ছাড়ছে ষে সব ট্রেন-

• হাওড়া-রাঁচি স্পেশ্যাল বেলা ১২টা ৫০ মিনিটের বদলে দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়বে।

• হাওড়া-ভুবনেশ্বর স্পেশ্যাল দুপুর ১টা ২৫ মিনিটের বদলে দুপুর ৩টা ১০ মিনিটে ছাড়বে।

• হাওড়া-পুরুলিয়া স্পেশ্যাল বিকাল ৪টা ৫০ মিনিটের বদলে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ছাড়বে।

এ ছাড়া কলকাতা স্টেশন থেকে লালগোলা, হলদিবাড়ি ও বালুরঘাট স্পেশ্যাল বাতিল করা হয়েছে। গোরক্ষপুর স্পেশ্যাল কলকাতার বদলে শিয়ালদহ থেকে ছাড়বে। কলকাতা থেকে জম্মু-তাওয়াই, অমৃতসর ও মালদহ স্পেশ্যালের সময়সূচিতেও বদল করেছে রেল।

Find out more: