ভোটের দিন তিন বিধানসভা কেন্দ্রেই ছুটি ঘোষণা করা হয়েছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। চক্রবেড়িয়ার প্রচার সভা থেকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা (Mamata Banerjee) বলেন,''বৃষ্টি হলেও বাইরে বেরিয়ে ভোট দেওয়া জরুরি। ওই দিন ছুটি ঘোষণা করেছি। যেখানে যেখানে ভোট সেখানে ছুটি ঘোষণা করেছে অর্থ দফতর ও শ্রম দফতর। বেসরকারি কর্মীরাও সবেতন ছুটি পাবেন। মা-ভাই-বোনেরা ৩৬৫ দিন যে কাজটা করি, যদি চান সেটা আমি চালিয়ে যাই তাহলে একটা ভোট আমাকে আশীর্বাদ হিসেবে দেবেন।''
অন্যদিকে, রাজ্যের একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্য কেন নির্বাচন ঘোষণা? হলফনামা চাইল হাই কোর্ট নিজস্ব সংবাদদাতা কলকাতা ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৭ কমিশনের কাছে হলফনামা তলব হাই কোর্টের। কমিশনের কাছে হলফনামা তলব হাই কোর্টের। —ফাইল চিত্র। রাজ্যের একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্য কেন উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন? ভবানীপুর উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া মামলায় এই প্রশ্নের ভিত্তিতেই কমিশনকে হলফনামা দিতে বলল কলকাতা হাই কোর্ট। শুক্রবারের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ভবানীপুরে উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দোল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল ওই মামলার শুনানি। দু’পক্ষের সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি কমিশনের কাছে জানতে চান, পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্য কেন উপনির্বাচন ঘোষণা করা হল? এ নিয়ে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। শুক্রবার ফের এই মামলার শুনানি। তার মধ্যেই দিতে হবে হলফনামা।
Find out more: