শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্য শেষ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের লাইন দিয়ে। কবিগুরুকে উদ্ধৃত করে তিনি বললেন, 'শুভ কর্মপথে ধর নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।' এরপরই তিনি উপস্থিত সমস্ত দেশের প্রতিনিধিদের জন্য এই লাইনদুটিকে ব্যাখ্যাও করলেন। মোদী বলেন, 'আমাদের কর্মপথে যদি আমরা নির্ভীক হয়ে লড়াই করতে পারি, তাহলে সমস্ত দুর্বলতা আর সংশয় দূর হবে। গুরুদেবের এই লাইনগুলি বর্তমান সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক।'
এই প্রথম নয়, এর আগে বহু বার রবীন্দ্রনাথের কবিতার পঙ্ক্তি উঠে এসেছে মোদীর গলায়। রাজ্যে গত বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারে পশ্চিমবঙ্গে এসে বেশ কয়েক বার রবীন্দ্রনাথের কবিতাকে সামনে রেখে রাজ্যবাসীকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় মোদীর বাংলা উচ্চারণ নিয়ে বিতর্ক কম হয়নি। এ বার মোদী রবীন্দ্রনাথের রচনা তুলে ধরলেন আন্তর্জাতিক মঞ্চে।
অন্যদিকে, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে আফগানিস্তানের মাটিকে ব্যবহার সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আফগানিস্তানের ভূমিকে যাতে সন্ত্রাস ছড়ানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা না হয় সে ব্যাপারেও বিশ্বকে সতর্ক করেছেন মোদী। আন্তর্জাতিক মহলকে মোদীর বার্তা,''বিশ্বের সামনে বাড়ছে পশ্চাদমুখী মানসিকতা ও উগ্রতার বিপদ। এই পরিস্থিতিতে পুরো বিশ্বকে বৈজ্ঞানিক ভিত্তিতে মানসিকতার উন্নতি করতে হবে। সেজন্য অভিজ্ঞতা নির্ভর শিক্ষাকে উৎসাহিত করছে ভারত। হাজার হাজার ল্যাব খোলা হয়েছে। তৈরি হয়েছে স্টার্ট আপের পরিবেশ। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫টি উপগ্রহ পাঠাতে চলেছে ভারত। যা তৈরি করছে স্কুল-কলেজের পড়ুয়ারা।''
Find out more: