মহালয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজও, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। এদিকে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বাড়ছে আর্দ্রতার অস্বস্তিও। বৃষ্টি কমতেই সোমবার থেকে রাজ্যে বেড়েছে ভ্যাপসা গরম। অন্যদিকে উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টি। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবার কয়েকটি জেলায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই খবর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবার কয়েকটি জেলায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই খবর।
আবহবিদেরা বলছেন, পুজোর আগে বর্ষা বিদায় নেবে কি না, তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের ধাক্কায় বর্ষা পিছু হটতে থাকে। সেই হাওয়া কতটা জোরালো ভাবে ঢুকছে তার উপরেই বর্ষার বিদায়পর্বের সময়কাল নির্ভর করে। আপাতত বঙ্গে জোরালো বর্ষার সম্ভাবনা নেই বলেই তাঁরা জানাচ্ছেন। জোরালো বর্ষা না-হলেও মাঝেমধ্যেই দু-এক পশলা বৃষ্টি হচ্ছে রাজ্যে বিভিন্ন প্রান্তে। এ দিনও কলকাতা-সহ বেশ কিছু জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। এর পিছনে বাতাসের অতিরিক্ত আর্দ্রতাকেই দায়ী করছেন আবহবিদেরা। তাঁরা বলছেন, বাতাসের জলীয় বাষ্প দ্রুত গরম হয়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠছে এবং ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তা থেকেই স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। কিন্তু তা একটানা হবে না।
Find out more: