প্রিয়াঙ্কার পর রাহুল গান্ধী (Rahul Gandhi) লখিমপুরে যাওয়ার অনুমতি পেলেন না। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়ে কংগ্রেসের তরফে যাওয়ার অনুমতি চাওয়া হয়। মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্যই লখিমপুর যাওয়ার কথা তাঁর। তবে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য়, শান্তি বজায় রাখতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রাহুল গান্ধী-সহ ৫ সদস্যের একটি দল খিরি যাওয়ার কথা, যদিও যোগী সরকার সেই অনুমতি দেননি। উত্তরপ্রদেশ সরকার কংগ্রেসের প্রতিনিধি দলকে লখনউতে আরোপিত ফৌজদারী কার্যবিধি কোড (CrPC) এর ধারা ১৪৪ এর পরিপ্রেক্ষিতে লখিমপুর খিরি জেলায় যাওয়ার অনুমতি দেওয়া থেকে বিরত থেকেছে।

অন্যদিকে, লাখিমপুরে পরিকল্পিত ভাবে কৃষকদের উপর হামলা চালানো হয়েছে। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যোগী সরকারের অনুমতি না পেলেও লখিমপুরের পথে রওনা দিেছে কংগ্রেসের প্রতিনিধিদল। রাহুল গান্ধীর নেতৃত্বে লখিমপুরে যাবেন তাঁরা। নতুন করে আজ সেখানে অশান্তি ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ১৪৪ ধারা ভঙ্গের দায়ে প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভোর ৪.৩০টের সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় SHO-র রিপোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট জানিয়েছেন তাকে পুলিস রিমান্ডে রাখতে হবে। সীতাপুর (Sitapur) অতিথিশালাকেই অস্থায়ী জেল বানিয়ে সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) রাখা হয়েছে।

Find out more: