উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে সংঘর্ষে আট জনের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করল যোগী আদিত্যনাথ সরকার। এলাহাবাদ হাই কোর্টের এক প্রাক্তন বিচারপতিকে কমিশনের প্রধান করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে কাজ করবে এই তদন্ত কমিশন। তদন্তের পরে একটি রিপোর্ট জমা দেবে তারা। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
অন্যদিকে, দিনকয়েকের টালবাহানার পর অবশেষে বুধবার রাতের দিকে লখিমপুরে মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী। বুধবার সন্ধ্যেবেলা তাঁরা নিহত কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। যাবতীয় সাহায্যের আশ্বাস দেন কংগ্রেস নেতারা। দিনভর টানাপোড়েনের পর শেষপর্যন্ত লখিমপুর খিরিতে যাওয়ার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাহল এবং প্রিয়াঙ্কা গান্ধি ছাড়াও কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি, কে সি বেণুগোপাল, রণদীপ সুরজেওয়ালা এবং দিপেন্দর হুডা৷ রাহল এবং প্রিয়াঙ্কা গান্ধি ছাড়াও কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি, কে সি বেণুগোপাল, রণদীপ সুরজেওয়ালা এবং দিপেন্দর হুডা৷ প্রায় ৩০ ঘণ্টা আটকে রাখার পর বুধবার ছাড়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও। রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ মোট পাঁচ জন কংগ্রেস নেতাকে লখিমপুর যাওয়ার অনুমতি দেয় যোগী প্রশাসন৷
Find out more: