উৎসবের মুখে এ ভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন পুজো উদ্যোক্তা থেকে আমজনতা। অতিমারি পরিস্থিতিতে যেখানে পুজো-বাজেট কাটছাঁট করার পথে হেঁটেছেন উদ্যোক্তারা, সেখানে জ্বালানির দাম বাড়তে থাকলে শেষ মুহূর্তে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। মহালয়া পেরোতেই একে একে শহরের বড় পুজোগুলির উদ্বোধন শুরু হয়েছে। কিন্তু পেট্রল ও ডিজ়েলের ক্রমাগত মূল্যবৃদ্ধি ক্রমশ ফিকে করে দিচ্ছে সেই উৎসবের আমেজ। কিন্তু পেট্রল ও ডিজ়েলের ক্রমাগত মূল্যবৃদ্ধি ক্রমশ ফিকে করে দিচ্ছে সেই উৎসবের আমেজ।  বৃহস্পতিবার কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার প্রতি পেট্রলের দাম ২৯ পয়সা বেড়ে হয়েছে ১০৩.৯৪ টাকা। আর ডিজ়েলের দাম ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৮৮ টাকায়।

অন্যদিকে, ব্যবধান মাত্র কয়েকদিনের। ফের শুটআউট উত্তর দিনাজপুরে। ভরা বাজারে এবার তৃণমূল নেতাকে গুলি খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল, ইসলামপুর। তদন্তে নেমেছে পুলিস। জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতার নাম এসরামূল হক। বাড়ি, ইসলামপুরে বন্দীরামগছ গ্রামে। আগডিমটিখুন্তি পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন তিনি। এদিন বিকেলে বাইক চেপে স্থানীয় রিঙ্কুয়া বাজারে এসেছিলেন এসরামূল। তারপর? প্রত্যক্ষদর্শীদের দাবি, ভরা বাজারে ওই তৃণমূল নেতাকেো লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। হামলাকারীরাও বাইকে করে এসেছিল। ঘটনার পর পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় তারা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Find out more: