নবান্নে আগুন আতঙ্ক মঙ্গলবার মহাসপ্তমীর দিন নবান্নের ছাদে ভোডাফোনের টাওয়ারে শর্ট-সার্কিট হয়। সঙ্গে সঙ্গে নবান্নে কর্মরত দমকল কর্মীরা তা নিভিয়ে ফেলেন। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে রাজ্য প্রশাসনের সদর দপ্তরে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটল তার জন্য ডিজি ফায়ার এবং পূর্ত দপ্তরের সচিবকে ফায়ার অডিট করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। দমকল সূত্রে খবর, চোদ্দোতলায় একটি মোবাইল টাওয়ারের প্যানেল বক্সে আগুন লেগে এই বিপত্তি ঘটে। কী কারণে তাতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। প্যানেল বক্সে শর্ট সার্কিট হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অন্য কোনও যান্ত্রিক ত্রুটি জেরেই আগুন লেগেছে কি না, তা-ও তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছে দমকল।

প্রসঙ্গত, নবান্নের চোদ্দোতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস। মঙ্গলবার সেই তলায় আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন পুলিশকর্মীরাও। শনিবার থেকে নবান্নে দুর্গা পুজোর ছুটি শুরু হয়ে গেছে। ফলত কোনোরকম দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। কিছুদিন আগেই ডোভার টেরেসে একটি জুতোর কারখানায় এবং খিদিরপুরের একটি গুদামে আগুন লাগে। দুই ক্ষেত্রেই দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। নবান্নের চোদ্দোতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস। মঙ্গলবার সেই তলায় আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন পুলিশকর্মীরাও। শনিবার থেকে নবান্নে দুর্গা পুজোর ছুটি শুরু হয়ে গেছে। ফলত কোনোরকম দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। কিছুদিন আগেই ডোভার টেরেসে একটি জুতোর কারখানায় এবং খিদিরপুরের একটি গুদামে আগুন লাগে। দুই ক্ষেত্রেই দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। 

Find out more: