টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বুধবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় এমসে ভর্তি করানো হয়েছিল মনমোহনকে। বৃহস্পতিবার সকালে অবশ্য হাসপাতালের তরফে জানানো হয়েছে মনমোহনের শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তিনি এখন স্থিতিশীল। জ্বর এবং কিছু শারীরিক দুর্বলতা নিয়ে বুধবার দিল্লির এমসে ভর্তি করানো হয় মনমোহনকে। ৮৯ বছরের কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য মনমোহন এর বেশ কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়ে এমসে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর সুস্থতা কামনা করে একটি টুইট করে মোদী লিখেছেন, ‘আমি মনমোহনজির সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি।’ পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখও এমসে যান মনমোহনের স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে খবর নিতে।
অন্যদিকে, মঙ্গলবারের তুলনায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৩ জন বাড়লেও গত কয়েক দিন ধরে তা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন বা কোভিড মুক্ত হয়েছেন ৭৭৫ জন। সুস্থতার হার ৯৮.৩২। এর পাশাপাশি রাজ্যে গত একদিনে করোনার শিকার হয়েছেন ১১ জন। কয়েক দিন ধরেই মৃত্যুর সংখ্য়া এগারোর পাশাপাশি ঘোরফেরা করছে। মৃত্যু হার গিয়ে দাঁড়িয়েছে ১.২০ শতাংশ। করোনার প্রথম ঢেউয়ের সময়ে গোটা রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলির মতো জেলা। এবারও হয়তো আশঙ্কা তৈরি করছে কলকাতা। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৩ জন। এনিয়ে শহরে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্য়া ৩,১৮,৫৪৬ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এর পাশাপাশি গত একদিনে হাওড়ায় আক্রান্ত ৬৭, দক্ষিণ ২৪ পরগনায় ৪২, হুগলিতে ৫৩ জন, দার্জিলিংয়ে ৩৯ জন ও নদিয়ায় ৪৬ জন।
Find out more: