কেন্দ্রীয় বিদ্যুৎসচিব অলোক কুমার কয়েক দিন আগে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে প্রায় দু’হাজার কোটি টাকা বকেয়া মেটাতে অনুরোধ করেছেন। এতে রাজ্য সরকারের একটি অংশ যারপরনাই ক্ষুব্ধ। ১৮ অগস্ট মুখ্যসচিবকে চিঠি দিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎসচিব জানিয়েছেন, দেশে আর্থিক গতিবিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। বিদ্যুতের চাহিদার সব চেয়ে বেশি অংশ মেটে কয়লা-নির্ভর তাপবিদ্যুৎ থেকে। তাই রাজ্যগুলির উচিত, সব বিদ্যুৎকেন্দ্রে কয়লার পর্যাপ্ত জোগান নিশ্চিত করা। কেন্দ্রীয় বিদ্যুৎসচিবের সংযোজন, রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের কাছে ৩১ জুলাই পর্যন্ত ২১৮২ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই অর্থ সময়মতো না-মেটালে কয়লার জোগানে সমস্যা হতে পারে। তাই যত দ্রুত সম্ভব রাজ্যকে বকেয়া মেটানোর আর্জি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি শ্রীভূমির পুজো মণ্ডপ সাময়িকভাবে দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হলেও নবমীর সকালে আবহাওয়া ভালো থাকায় মণ্ডপে ছুটে গেছেন বহু মানুষ। সকাল থেকে সকলেই আশায় রয়েছেন যদি একবার প্রতিমা দর্শন করার সুযোগ পাওয়া যায়। উৎসাহী দর্শকদের মধ্যে যেমন রয়েছেন পানিহাটি, বেহালার মতো কলকাতা বিভিন্ন অংশের মানুষ, তেমনই আবার পড়শি রাজ্য বিহার থেকেও এসেছেন দর্শনার্থীরা। ট্রেন থেকে নেমেই সোজা শ্রীভূমির বুর্জ খলিফার টানে মণ্ডপের সামনে চলে এলেও রাস্তা থেকেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে সকলকে। আসানসোল, দুর্গাপুরের মতো রাজ্যের অন্যান্য অংশ থেকেও শুধুমাত্র এই বুর্জ খলিফা দেখবেন বলেই কলকাতায় এসেছেন বহু মানুষ। যদিও প্রত্যেকেরই মনোবাসনা অপূর্নই থেকে যাচ্ছে এই বছর।
Find out more: