এ বার রাত ১২টা পর্যন্ত রেস্তরাঁ খুলে রাখার ছাড়পত্র দেওয়া হল। অন্য দোকান-বাজার খোলা রাখা যাবে রাতে ১১টা পর্যন্ত। মঙ্গলবার থেকেই কার্যকরী হয়েছে এই সিদ্ধান্ত। কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে এত দিন রাতে ১০টার মধ্যে রেস্তরাঁ এবং অন্য দোকান বন্ধ করার নির্দেশ ছিল। সরকারি তরফে জানানো হয়েছে, রাজধানী মুম্বই-সহ গোটা রাজ্যে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার কারণেই এই সিদ্ধান্ত। চলতি মাসের গোড়া থেকেই মহারাষ্ট্রের ধর্মস্থানগুলি খুলে দেওয়া হয়েছে। সিনেমা এবং হলগুলি খোলারও ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব। সে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে সম্প্রতি সর্বদল বৈঠকও করেছিলেন তিনি।
অন্যদিকে, অবশেষে স্বস্তি! সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করলেন বাবুল সুপ্রিয়। কীসের ছবি? একটি ২০১৪ সালের, অন্যটি এদিনের। চায়ের ভাঁড় হাতে বাবুলেরই দুটি ছবি এক করে দেখানো হয়েছে। ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে রাজনীতি থেকে 'সন্ন্যাস' নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল। চায়ের ভাঁড় হাতে বাবুলেরই দুটি ছবি এক করে দেখানো হয়েছে। ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে রাজনীতি থেকে 'সন্ন্যাস' নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল। তখন অবশ্য সাংসদ পদ থেকে ইস্তফা দেননি তিনি। বরং তৃণমূলে যোগ দিয়ে ফেরেন রাজনীতিতেই। এবার কী সাংসদ পদ ছাড়বেন? দলবদলের পর কিন্তু ঘোষণা করেছিলেন, সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। সেইসঙ্গে 'প্লেয়িং ইলেভেন'-এ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছিলেন মমতা-অভিষেককে।
Find out more: