উৎসবের মরসুমে করোনাবিধি অগ্রাহ্য করার ফল যে ভুগতে হবে, সেই আশঙ্কা আগেই করেছিলেন চিকিৎসকেরা। দুর্গাপুজোর আগে থেকেই করোনাবিধির তোয়াক্কা না করে শহর এবং শহরতলির দোকান-বাজারে লাগামছা়ড়া ভিড় উপচে প়ড়েছে। পুজোর চার দিনও মণ্ডপে মণ্ডপে মাস্কবিহীনদের জমায়েত দেখা গিয়েছে। পুজোর চার দিনও মণ্ডপে মণ্ডপে মাস্কবিহীনদের জমায়েত দেখা গিয়েছে। এ সব দেখেই পুজোর পর কলকাতা এবং শহরতলিতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। সে আশঙ্কা যে অমূলক নয়, তা-ই প্রমাণ করছে রবিবারের করোনার পরিসংখ্যান।
উৎসবের মরসুমে করোনাবিধি অগ্রাহ্য করার ফল যে ভুগতে হবে, সেই আশঙ্কা আগেই করেছিলেন চিকিৎসকেরা। দুর্গাপুজোর আগে থেকেই করোনাবিধির তোয়াক্কা না করে শহর এবং শহরতলির দোকান-বাজারে লাগামছা়ড়া ভিড় উপচে প়ড়েছে। পুজোর চার দিনও মণ্ডপে মণ্ডপে মাস্কবিহীনদের জমায়েত দেখা গিয়েছে। পুজোর চার দিনও মণ্ডপে মণ্ডপে মাস্কবিহীনদের জমায়েত দেখা গিয়েছে। এ সব দেখেই পুজোর পর কলকাতা এবং শহরতলিতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। সে আশঙ্কা যে অমূলক নয়, তা-ই প্রমাণ করছে রবিবারের করোনার পরিসংখ্যান।