বিগত দু’দিন ধরে রাজ্যে দৈনিক মৃত্যু ১৫ ছিল। বৃহস্পতিবার তা কমে নামল এক অঙ্কে। তবে আরও বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৯০ জন। এর আগে গত ১০ জুলাই রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৯৯৭। এ দিনও জেলাভিত্তিক তালিকার নিরিখে রাজ্যের শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতেও চার মাসের বেশি সময় পর দৈনিক সংক্রমণ বেড়ে হল ২৭৫। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলাতেও দৈনিক সংক্রমণ বেড়ে হল ১৬৪। বাকি আর সব জেলায় দৈনিক সংক্রমণ ১০০-র নীচে রয়েছে। হাওড়ায় নতুন আক্রান্ত ৮৩। দক্ষিণ ২৪ পরগনায় ৭৭ এবং হুগলিতে ৭৫।

অন্যদিকে, উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি পাহাড়ের উন্নয়ন নিয়েও আলোচনা করেন তিনি। এবারের পাহাড় সফরে অন্য মুডে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। কখনও রাস্তায় বসে চায়ের কাপে চুমুক দিতে দেখা যায় তাঁকে। কখনও বাচ্চাদের সঙ্গে খোশ মেজাজে কথা বলেন। মমতা বন্দ্য়োপাধ্যায়কে (CM Mamata Banerjee) হিন্দি গান শোনান দার্জিলিংয়ের ডিআইজি অমিত জাবালগি (IPS Amit Jabalgi)। কার্শিয়াং সফরে গিয়ে বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও প্রাতঃভ্রমণে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। মহানদী পয়েন্টে মর্নিং ওয়াকে যান তিনি। শিশুদের সঙ্গে কথা বলেন। কার্শিয়াংয়ের মনোরম পরিবেশে মুখ্যমন্ত্রীকে হিন্দি গান শোনান ডিআইজি অমিত জাবালগি (IPS Amit Jabalgi)। মুখ্যমন্ত্রী যে গানটি উপভোগ করেছেন, সেটা তাঁর শরীরি ভাষাতেই বোঝা যায়। গানের ছন্দে ছন্দে তালও মেলান তিনি।

Find out more: