রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে কলকাতার হারও বেশি। সব দিক বিবেচনা করে কলকাতা পুরসভার চারটি ওয়ার্ড মাইক্রো কনটেইমমেন্ট জোন কারর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ১০৮, ১০৯, ৯৮ ও ৯৯- এই ওয়ার্ডগুলিতে করা হবে মাইক্রো কনটেইনমেন্ট জোন। প্রসঙ্গত, এই ওয়ার্ডগুলি রাজপুর-সোনারপুর সংলগ্ন। এখন রাজপুর-সোনারপুরের বিভিন্ন অংশে করোনার সংক্রমণ বাড়ছে। যে কারণে রাজপুর-সোনারপুর সংলগ্ন ওই ওয়ার্ডগুলিতেও দেখা যাচ্ছে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই এই সকল অঞ্চলগুলিকে চিহ্নিত করে মাইক্রো কনটেইমেন্ট জোন করা হবে। চালানো হবে কঠোর নজরদারি। একইসঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও শুরু করা হবে। আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
অন্যদিকে, বিগত দু’দিন ধরে রাজ্যে দৈনিক মৃত্যু ১৫ ছিল। বৃহস্পতিবার তা কমে নামল এক অঙ্কে। তবে আরও বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৯০ জন। এর আগে গত ১০ জুলাই রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৯৯৭। এ দিনও জেলাভিত্তিক তালিকার নিরিখে রাজ্যের শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতেও চার মাসের বেশি সময় পর দৈনিক সংক্রমণ বেড়ে হল ২৭৫। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলাতেও দৈনিক সংক্রমণ বেড়ে হল ১৬৪। বাকি আর সব জেলায় দৈনিক সংক্রমণ ১০০-র নীচে রয়েছে। হাওড়ায় নতুন আক্রান্ত ৮৩। দক্ষিণ ২৪ পরগনায় ৭৭ এবং হুগলিতে ৭৫।
Find out more: