রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৯১৪ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত রয়েছে কলকাতায়। বেড়েছে মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫। এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ছ’জন করে ১২ জনের। রবিবারের পর রাজ্যে করোনা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯২ হাজার ৯০৮ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৪১। এখন রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ২৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন মোট ৯১৩ জন। শেষ কয়েকদিনের তুলনায় সামান্য বেড়েছে সুস্থতার হার। করোনা পরীক্ষার পরিমাণ শনিবারের তুলনায় সামান্য বেশি হলেও কমেছে সংক্রমণের হার। রবিবার সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশে।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের কালী এবারে সেজে উঠবে ৫২০ ভরি সোনার গয়নায়। আগেরবারের থেকে যা ১৭০ ভরি বেশি। এমনটাই জানালেন তিনি। অনুব্রত মণ্ডল রাজ্যের এক বর্ণময় রাজনৈতিক চরিত্র। তাঁর প্রত্যেক কিছুতেই রয়েছে চমক। সে তাঁর বক্তব্যই হোক বা তাঁর কালীপুজো। প্রত্যেক বছর বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজো করে আসছেন অনুব্রত মণ্ডল। সেই পুজো দেখতে ভিড় জমান অনেক মানুষ। প্রত্যেক বছরই প্রতিমাকে সোনার গয়না পরান অনুব্রত মণ্ডল। আর প্রতিবারই সেই গয়নার পরিমাণ বাড়ছে। প্রথম বছর প্রতিমার গায়ে ছিল ১৮০ ভরি সোনার গয়না। পরের বছর তা বেড়ে হয় ২৬০ ভরি। আগেরবার ছিল ৩৫০ ভরি। এবার আরও  ১৭০ ভরি বেশি সোনার গয়নায় সাজানো হবে প্রতিমা। অর্থাত্ মোট ৫২০ ভরি সোনার গয়না দিয়ে প্রতিমাকে সাজানো হবে।

Find out more: