কংগ্রেস ছাড়লেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ইস্তফা পত্র পাঠিয়েছেন সোনিয়া গান্ধীকে। একই সঙ্গে নিজের নয়া দলেরও নাম ঘোষণা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress)। সূত্রের খবর ইস্তফাপত্রে অন্তর্বর্তীকালীন সভানেত্রীর কাছে কংগ্রেসের কড়া সমালোচনা করেন তিনি। একযোগে আক্রমণ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), নভজ্যোৎ সিং সিধু এবং হরিশ রাওয়াতকে (Navjot Singh Sidhu)। ইস্তফাপত্রে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "আমাকে এবং আমার সরকারকে কটূক্তি করার জন্য সিধুকে লোকে চেনে। ওঁকে মদত দিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। যখন হরিশ রাওয়াতের মতো একজন দু'মুখো মানুষ ওঁকে সাহায্য করেছে, তখন আপনি চোখ বন্ধ করে ছিলেন ভূমিকা পালন করেছেন।"

অন্যদিকে, পশ্চিমবঙ্গে উপনির্বাচনে চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ের পথে তৃণমূল প্রার্থীরা। এই পরিস্থিতিতে জয় ঘোষণার আগেই টুইটে এল মমতার শুভেচ্ছা। তিনি লিখলেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক ৬ মাসের মাথায় উপনির্বাচনে ৪-এ ৪। ছত্রখান বিরোধী শিবির। জয়জয়কার তৃণমূলের। গণনার শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়াতে থাকেন ৪ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। গোসাবা, দিনহাটায় গণনার মাঝ পথেই তৃণমূলের সঙ্গে নিকটতম দ্বিতীয়ের ব্যবধান এক লক্ষ ছাড়িয়ে যায়। খড়দহ কেন্দ্রেও বিজেপি-সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে যান শোভনদেব।

Find out more: