ভারতীয় সেনার সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ রেখার (Line of Control) খুব কাছে নওশেরা সেক্টরে (Nowshera Sector) সেনা কর্মীদের সঙ্গে দিনটা কাটালেন প্রধানমন্ত্রী। সেনাদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) বলেন, "আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে আসিনি। আমি আপনাদের পরিবারের একজন। আমি শত শত কোটি ভারতীয়র আশীর্বাদ সঙ্গে এনেছি।" এই নিয়ে দ্বিতীয়বারের জন্য নওশেরা সেক্টরে (Nowshera Sector) সেনা কর্মীদের সঙ্গে বিশেষ দিনটি কাটালেন প্রধানমন্ত্রী। বুধবারই ওই এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করে এসেছেন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে ( Army Chief General MM Naravane)। গত তিন সপ্তাহে সীমান্তবর্তী পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে শহিদ হয়েছেন ১১ জন জওয়ান। বৃহস্পতিবার শহিদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
অন্যদিকে, দেশের দৈনিক কোভিড সংক্রমণ বুধবারের তুলনায় হাজার খানেক বাড়ল বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ২৫ জন। দৈনিক আক্রান্ত কমলেও দেশে দৈনিক মৃত্যু ততটা কমেনি। গত ২৪ ঘণ্টাতেও ৪৬১ জনের মৃত্যু হয়েছে দেশে। তবে এই মৃত্যুর অধিকাংশটাই হয়েছে কেরলে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৬২ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমতে শুরু করার পর থেকেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে বৃহস্পতিবার তা দেড় লক্ষের নীচে নেমেছে। এ বছর ২১ ফেব্রুয়ারি শেষ বার দেশে সক্রিয় রোগী ছিল দেড় লক্ষের কম। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৫৭৯ জন।
Find out more: