গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪৬৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৫৭৯। আক্রান্তের পাশাপাশি বুধবার দৈনিক মৃত্যুও বেড়েছে। আক্রান্ত এবং মৃত্যুর এই বৃদ্ধি শুধুমাত্র কেরলে। দেশের বাকি সব রাজ্যে গত কয়েক দিনের সাপেক্ষে প্রায় একই রয়েছে পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৬০ জনের। এর মধ্যে ৩৮৪ জনই কেরলে। এ ছাড়া মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে মৃত্যু ১০-এর বেশি। বাকি সব রাজ্যে আরও কম।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১০ হাজার ১২৬ জন। যা গত ২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন ছিল। আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৪৫১। মঙ্গলবার সেই সংখ্যাটা ১১.৬ শতাংশ কমেছিল। কিন্তু বুধবার ফের ১১ হাজারের গণ্ডি পার। এদিকে চিন্তা বাড়িয়ে একদিনে দেশে বেড়েছে মৃতের সংখ্যাও। এদিকে চিন্তা বাড়িয়ে একদিনে দেশে বেড়েছে মৃতের সংখ্যাও। বুধবারের রিপোর্ট অনুযায়ী, কোভিড ভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৬০ জন। এর মধ্যে কেরলে মৃত ৪৭ জন। দেশে এখনও অবধি করোনা কোপে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯ জন। মঙ্গলবার দেশে মারণ ভাইরাসের বলি হয়েছিল ৩৩২ জন, যা সোমবারের তুলনায় অনেকটাই বেশি ছিল। বুধবার তা আরও বেড়ে ৫০০ ছুঁইছুঁই।

Find out more: