রাজ্যে লোকাল ট্রেন চালু হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন অসংখ্য নিত্য যাত্রী। একদিকে যেমন পৌঁছতে সময়ও কম লাগছে. তেমনি ভাড়াও আগের মতো হওয়ায় খরচে কিছুটা রাশ টানা গিয়েছে। তবে তার মাঝেই করোনা আতঙ্ক তো রয়েছেই, যদিও রেল যথাযথ কোভিড বিধি মেনেই ট্রেন চালাচ্ছে। কিন্তু এর মধ্যেই আরও একটু ভালো খবর এসেছে যা মন ভালো করার।
জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ছ'মাসে প্রায় ১১৮০.১৯ যাত্রীবহন করেছে ভারতীয় রেল। চলতি অর্থবর্ষে সেপ্টেম্বর পর্যন্ত ভাড়া বাবদ ভারতীয় রেলের (Indian Railways) আয় ১৫,৪৩৪.১৮ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে মোট ৪১৭৩.৫২ মিলিয়ান যাত্রীবহন করেছে ভারতীয় রেল (Indian Railways)। ভাড়া বাবদ আয় হয়েছে মোট ২৬,৬৪২.৭৩ কোটি। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় রেলের (Indian Railways) এক আধিকারিক জানান, ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে। করোনা পরিস্থিতিতে যে স্পেশ্যাল ট্রেন পরিষেবা চালু হয়েছিল, তা এবার বদলে ফেলা হবে। ফলে যাত্রী ভাড়া কমবে। সেক্ষেত্রে বর্তমান ভাড়া এক ধাক্কায় ১৫ শতাংশ কমে যেতে পারে। প্রায় ১৭০০টি ট্রেনের ভাড়া কমে যেতে পারে। ফলে উপকৃত হবেন অসংখ্য সাধারণ যাত্রী।
অন্যদিকে, দেশের দৈনিক কোভিড সংক্রমণ বুধবার থাকল ১০ হাজারের ঘরেই। যদিও তা মঙ্গলবারের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ৮ হাজারের ঘরে নেমে গিয়েছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৮।
Find out more: