মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানিয়েছে যে, দিল্লি ও দিল্লি পার্শ্ববর্তী শহরগুলির সব স্কুল ও কলেজ পরবর্তী নোটিস দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে। রাত্রিকালীন বিজ্ঞপ্তিতে একইসঙ্গে বেসরকারি সব অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ (Work from Home) করতে পরামর্শ দেওয়া হয়েছে। এনসিআর এলাকায় পড়ছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ। বেসরকারি কার্যালয়গুলোকেও বাধ্যতামূলক ভাবে অর্ধেক কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশিকা পালন করতে হবে। অফিস-কাছারিতে ওয়ার্ক ফ্রম হোম-ই শুধু নয়, স্কুল-কলেজও ফের ফিরছে অনলাইনে। ঠিক যেমন হয়েছিল করোনা লকডাউন চলার সময়। সিএকিউএম-এর নির্দেশে দিল্লি তথা এনসিআর এলাকায় সমস্ত ধরনের নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছে। নির্দেশ অমান্য করে কেউ যদি নির্মাণ কাজ চালান কিংবা নির্মাণ সামগ্রী জড়ো করেন, তাহলে বড় অঙ্কের জরিমানার সংস্থান রয়েছে। ব্যতিক্রম সেন্ট্রাল ভিস্তা প্রকল্প।
উল্লেখ্য, দীপাবলির সময় থেকেই বিষাক্ত ধোঁয়াশায় রাজধানী দিল্লি। মাত্রাতিরিক্ত দূষণে নাভিশ্বাস উঠেছে জনজীবনের। এই পরিস্থিতিতে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)-এর এই নয়া নির্দেশিকা রাজধানীর দূষণ নিয়ন্ত্রণেই এক পদক্ষেপ। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালীন বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস করানোর কথা বলা হয়েছে। ঠিক যেমনটা হয়েছিল কোভিডের লকডাউনের সময়। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালীন বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস করানোর কথা বলা হয়েছে। ঠিক যেমনটা হয়েছিল কোভিডের লকডাউনের সময়।
Find out more: