ফের জাগোবাংলার নিশানায় কংগ্রেস। গুলাম নবি আজাদের টুইট কে অস্ত্র করে তোপ। কংগ্রেস ব্যর্থ, ইউপিএ শেষ এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কংগ্রেসের দল ধরে রাখা সমস্যা বলে দাবি করেছে তৃণমূল। জাগোবাংলায় তৃণমূলের বক্তব্য কংগ্রেসের "কংগ্রেসের মধ্যে সেই ঝাঁজটাই কমে গিয়েছে।" সেখানে আরও বলা হয়েছে কংগ্রেস দলের অন্দরেই নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানিয়েছেন আগামি লোকসভা ভোটে কংগ্রেস কোনও ভাবেই ক্ষমতায় আসতে পারবে না। এই টুইটকেই হাতিয়ার করে জাগোবাংলায় কংগ্রেস কে নিশানা করেছে তৃণমূল।

অন্যদিকে, কংগ্রেসকে ছাড়া বিরোধী জোট হবে না। কিন্তু তা বলে কংগ্রেসের নেতৃত্বেও বিরোধী জোট হবে না। কংগ্রেস বিরোধী জোটে থাকবে আর পাঁচটা আঞ্চলিক দলের মতো। গতকাল (বুধবার) মুম্বইয়ে শরদ পওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে দু’জনেই এ বিষয়ে একমত হয়েছেন বলে এনসিপি শীর্ষ সূত্রের খবর। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রবীণ মরাঠা নেতার আলোচনার বিষয়ে ওয়াকিবহাল এক এনসিপি নেতার ব্যাখ্যা, পওয়ার প্রথম থেকেই বলছেন, কংগ্রেসকে ছাড়া বিরোধী জোট সম্ভব নয়। উল্টো দিকে মমতা কংগ্রেসের সমলোচনা করে আঞ্চলিক দলগুলির জোটের কথা বলছেন। আপাত ভাবে একে দু’জনের মধ্যে মতভেদ বলে মনে হলেও, আসলে দু’জনের অবস্থান একই। তা হল, কংগ্রেস জোটে থাকতে পারে। কিন্তু কংগ্রেসের হাতে নেতৃত্ব থাকবে না। পওয়ার বা মমতা কেউ এই কথাটি স্পষ্ট করে না বললেও, আজ ভোটকুশলী প্রশান্ত কিশোর তা খোলসা করে দিয়েছেন। আজ কিশোরের টুইট, “কংগ্রেস যে ভাবনা ও জায়গার প্রতিনিধিত্ব করে, তা মজবুত বিরোধী শিবিরের জন্য গুরুত্বপূর্ণ।” কিন্তু তা সত্বেও কংগ্রেসের হাতে নেতৃত্ব না থাকার যুক্তি দিতে গিয়ে নাম না করে রাহুল গাঁধীকে নিশানা করেছেন কিশোর। বলেছেন, “কংগ্রেসের নেতৃত্ব এক জন ব্যক্তির ঈশ্বরপ্রদত্ত অধিকার নয়। বিশেষত ওই দল যখন গত ১০ বছরে ৯০ শতাংশ আসনেই হেরেছে।” তাঁর মন্তব্য, “বিরোধী জোটের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক হোক।”


Find out more: