তেজস্বী যাদব এবং তাঁরা দাদা তেজ প্রতাপ রয়েছেন দিল্লিতে। সঙ্গে রয়েছেন লালু প্রসাদ যাদব। রাবড়ি দেবি এবং তাদের মেয়ে মিশা ভারতীও রয়েছেন সেখানে। লালু যাদবের সাত মেয়ে এবং দুই ছেলে। তেজস্বী যাদব এদের মধ্যে সর্বকনিষ্ঠ। যদিও তেজস্বী যাদবকে লালু প্রসাদের রাজনৈতিক উত্তরাধিকারী হিসাবে বিবেচনা করা হয়। লালুর অবর্তমানে দলের সব সিদ্ধান্ত নিচ্ছেন তেজস্বী। বর্তমানে তিনি বিহার বিধানসভায় বিরোধী দলনেতা। আর এই বৃহস্পতিবার হতে চলেছে তেজস্বী যাদবের বাগদান। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবির ছোট ছেলে তেজস্বী যাদব। যদিও তেজস্বী যাদব কার সঙ্গে বিয়ে করছেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ৪০ থেকে ৫০ জন অতিথির উপস্থিতিতে হবে এই বাগদান। সূত্র মারফত জানা গেছে তেজস্বী যাদবের আত্মীয় এবং বন্ধুরা এই বাগদান উপলক্ষে দিল্লী পৌছাবেন। যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া হেরাল্ড বাংলা।
অন্যদিকে, তামিলনাড়ুর নীলগিরির পাহাড়ে সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়তের কপ্টার ভেঙে পড়ার কথা তখন সবে জানা গিয়েছে। হতাহতদের খবর কিছুই এসে পৌঁছয়নি। কিন্তু পরিস্থিতির গুরুত্ব আঁচ করতে দেরি হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই দ্রুত মালদহে প্রশাসনিক বৈঠক শেষ করে দিলেন তিনি। প্রাথমিক প্রতিক্রিয়ায় ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বুধবার মমতা বলেন, ‘‘খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল।’’ পরে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কুন্নুর থেকে খুন দুঃখজনক খবর এসেছে। গোটা জাতি আর সেনা সর্বাধিনায়ক, তাঁর পরিবারের সদস্য এবং কপ্টারের সহযাত্রীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছে। আমরা সকলের আরোগ্য কামনা করছি।’
Find out more: