আগামী দুই থেকে তিন দিন বঙ্গে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের সব জেলাতেই রাতে ফিরবে শীতের আমেজ। যদিও দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেই জানান হয়েছে হাওয়া অফিসের তরফে। যদিও বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। অন্যদিকে, বৃষ্টি বিপর্যয় কমতেই রাজ্যের দুয়ারে শীত। আগামী সপ্তাহ থেকেই পাকাপাপাকি শীত পড়বে রাজ্যে। সপ্তাহের শেষে শীতের আমেজ দিয়ে ব্যাটিং শুরুর উজ্বল সম্ভাবনা। শনিবার থেকে তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে শীতের আমেজ। উত্তুরে হাওয়া দাপট বাড়বে। যদিও আগামী দু'দিন কুয়াশার সতর্কতা রয়েছে রাজ্যে।
অন্যদিকে, সকাল সকাল গুলির আওয়াজে কেঁপে উঠল দক্ষিণ কলকাতায় রিজেন্ট পার্ক এলাকা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি। গুলি-কাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রোমোটারি ঘিরে বিবাদের জেরেই এই ঘটনা। দক্ষিণ আনন্দপল্লির তেঁতুলতলার কাছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা পঙ্কজ সাহা এবং গোপাল মল্লিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। পঙ্কজের পেটে এবং গোপালের শরীরে নীচের অংশে গুলি লাগে। পুলিশ সূত্রের খবর, প্রোমোটারি নিয়ে রেষারেষির জেরে ভিক্টর ভট্টাচার্য এবং তাঁর এক সঙ্গীকে নিয়ে পঙ্কজদের উপর হামলা করেন। গুলিবিদ্ধ পঙ্কজ এবং গোপালকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। হাসাপাতাল সূত্রের খবর, তাঁরা ‘ট্রমা কেয়ার সেন্টারে’ চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। শুরু হয় ভিক্টর এবং তাঁর সঙ্গীর খোঁজ।
Find out more: