আমেরিকার ছয় রাজ্যে টর্নেডো হানা। একের পর এক ঝড়ের কবলে পড়ে শুধু মাত্র কেন্টাকিতেই ৭০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। ২০০ মাইল (প্রায় ৩২২ কিলোমিটার) জুড়ে অসংখ্য বাড়ি, দোকান নষ্ট হয়েছে এই ঝড়ে। এই টর্নেডোকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঝড় বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আরও মর্মান্তিক বিষয় হল এই ঘটনায় ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়্যারহাউসে মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। সামনেই ক্রিসমাস। কাজের চাপ থাকায় তাঁরা রাতের সিফটে কাজ করছিলেন। এই ঘটনায় শোকজ্ঞপন করেছেন অ্যামাজন প্রধান Jeff Bezos। Kentucky-র গভর্নর অ্য়ান্ডি বেশেয়ার জানান, সম্ভবত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গিয়েছে। গাছ উপড়ে গিয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ১৮৯ জন জাতীয় নিরাপত্তাকর্মীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেশিয়ার। মেফিল্ড নামক ছোট শহরেও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে টর্নেডোর প্রভাব পড়েছে ইলিনয়, মিসৌরি এবং আরকানসাসে। জানা গিয়েছে, রাতের বেলা যখন টর্নেডো দাপট দেখায় তখন স্থানীয় একটি মোমবাতি কারখানায় কাজ করছিলেন ১১০ জন কর্মী। আচমকাই ভেঙে পড়ে কারখানার ছাদ। চাপা পড়ে যান সকলে। এখনও পর্যন্ত ৪০ জনের দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, রাতের বেলা যখন টর্নেডো দাপট দেখায় তখন স্থানীয় একটি মোমবাতি কারখানায় কাজ করছিলেন ১১০ জন কর্মী। আচমকাই ভেঙে পড়ে কারখানার ছাদ। চাপা পড়ে যান সকলে। এখনও পর্যন্ত ৪০ জনের দেহ উদ্ধার হয়েছে।

Find out more: