অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল আপ সোনারপুর-ক্যানিং লোকাল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার কালিকাপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে। রেললাইনে ফাটল প্রথম চোখে পড়ে স্থানীয়দের। এদিকে ঠিক তখনই ক্যানিং থেকে সোনারপুরের উদ্দেশে আসছিল একটি ট্রেন! বড়সড় বিপদ ঘটতে চলেছে আঁচ করেই, স্থানীয়রা লাইনে উপর দাঁড়িয়ে হাত নাড়াতে শুরু করেন। তাঁরাই হাত নাড়িয়ে ট্রেনটিকে দাঁড় করান। তারপর চালক ও গার্ড নেমে এসে দেখেন যে, লাইনে ফাটল রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িতে তখন সকাল ৮টা বেজে ১০ মিনিট। কালিকাপুর স্টেশনে আপ সোনারপুর-ক্যানিং লোকাল ট্রেন ঢোকার ঘোষণাও হয়ে গিয়েছে। সপ্তাহের প্রথম দিন সকালে স্টেশনের প্ল্যাটফর্মে অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীদের ভিড় গিজগিজ করছে। হঠাৎ করেই কালিকাপুর স্টেশনের অদূরে স্থানীয় এক মহিলার নজরে পড়ে রেললাইনে একটি ফাটল রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি সেখানে উপস্থিত অন্যান্যদের বিষয়টি জানান। ততক্ষণে ট্রেন ঢুকতে শুরু করেছে। তখন এক মুহূর্ত বিলম্ব না করে এলাকাবাসী বড় দুর্ঘটনার আশঙ্কায় রেললাইনের উপর উঠে আসেন এবং হাত নাড়িয়ে, নিজেদের লাল কাপড়ের আঁচল নাড়াতে থাকেন। বিপদ আঁচ করে চালকও ট্রেনটি থামিয়ে দেন। এরপর ট্রেনের চালক ও গার্ড নেমে এসে রেললাইনের ফাটলটি দেখতে পান। এরপরই রেল দফতরের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালিকাপুর স্টেশন মাস্টার সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালিকাপুর স্টেশন মাস্টার সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকেরা।
Find out more: