হাওড়া-খড়গপুর ডিভিশনে যাত্রাপথ বদল হলো ৬ জোড়া ট্রেনের। আগামী সপ্তাহের সোমবার, অর্থাত্, ২০ ডিসেম্বর পর্যন্ত ১২টি লোকাল ট্রেন ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে। গতকাল থেকেই এই বদল কার্যকর করা হয়েছে। রেলের নির্দেশিকায় বলা হয়েছে, গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। এই কারণেই যাত্রাপথে এই বদল। যে ট্রেনগুলি বদল করা হয়েছে সেই ট্রেনগুলির মধ্যে আপ লাইনের গাড়ি খড়গপুর থেকে ছেড়ে হাওড়া যাবে। আর ডাউন লাইনে মেদিনীপুরের বদলে খড়গপুর পর্যন্ত যাবে। হাওড়া-খড়গপুর ডিভিশনে যাত্রাপথ বদল হলো ৬ জোড়া ট্রেনের। আগামী সপ্তাহের সোমবার, অর্থাত্, ২০ ডিসেম্বর পর্যন্ত ১২টি লোকাল ট্রেন ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে। গতকাল থেকেই এই বদল কার্যকর করা হয়েছে। রেলের নির্দেশিকায় বলা হয়েছে, গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। এই কারণেই যাত্রাপথে এই বদল। যে ট্রেনগুলি বদল করা হয়েছে সেই ট্রেনগুলির মধ্যে আপ লাইনের গাড়ি খড়গপুর থেকে ছেড়ে হাওড়া যাবে। আর ডাউন লাইনে মেদিনীপুরের বদলে খড়গপুর পর্যন্ত যাবে।  কোন কোন ট্রেনর যাত্রাপথ বদল করা হয়েছে দেখে নিন-

২৮৮০১ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮০৬ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮১০ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮১১ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮১৬ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮১৭ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৮১৮ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮২২ মেদিনীপুর-হাওড়া লোকাল, ৩৮৮২৪ মেদিনীপুর-হাওড়া
উল্লেখ্য, আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তি পোহাতে হবে নিত্যযাত্রীদের। তবে যাত্রী পরিষেবার কথা ভেবেই গোকুলপুর স্টেশনে শুরু হয়েছে কাজ।

Find out more: