কলকাতা পুরসভা ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। আর এই জয়ের পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইটারে লেখেন, ‘কলকাতার মানুষ ফের প্রমাণ করলেন বাংলায় ঘৃণা এবং হিংসার রাজনীতির কোনও স্থান নেই। আমাদের প্রতি এই বিপুল জনসমর্থনের জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। আমরা বিনম্র ভাবে আপনাদের উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’ প্রসঙ্গত, পুরভোটের প্রচারপর্বেও বিনম্র ভাবে মানুষের জন্য কাজ করার কথা বলেছিলেন অভিষেক। পাশাপাশি, ভোটে জেতার জন্য ‘প্রভাব’ বিস্তারের চেষ্টা না করতেও তৃণমূলের প্রার্থীদের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। যদিও রবিবার পুরভোটের দিন শহরের নানা প্রান্তেই অশান্তির অভিযোগ উঠেছে। যদিও অভিষেক আগেই জানিয়েছেন, কোনও জায়গায় অশান্তি বাধানেোয় তৃণমূল জড়িত থাকার প্রমাণ দিলে দলীয় এবং প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, পুরসভা নির্বাচনে রীতিমতো রেকর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস। প্রায় ১৩ শতাংশ ভোট বৃদ্ধি করে ছোট লালবাড়ি দখল করতে চলেছে ঘাসফুল শিবির। বিধানসভা ভোটের হিসেবে, কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড অঞ্চলে তৃণমূলের ভোট ছিল ৫৯.০৩ শতাংশ। সেখানে বিজেপির ভোট ছিল ৩২.৯২ শতাংশ। কলকাতা পুরভোটের ফলাফলের ট্রেন্ডে দেখা গেছে তৃণমূলের ভোট বেড়ে হয়েছে ৭১ শতাংশ এবং বিজেপির ভোট কমে হয়েছে ৮.৯ শতাংশ। অর্থাৎ বিজেপি-র ভোট কমেছে প্রায় ২৩ থেকে ২৪ শতাংশ। এই ২৩ থেকে ২৪ শতাংশ ভোটের একটা সিংহভাগ অংশ তৃণমূলের দিকে গেলেও একটি উল্লেখযোগ্য অংশ এসেছে বামেদের দিকে। ফলত বামেদের ভোট শতাংশ ৪ থেকে বেড়ে হয়েছে ১১.৪ শতাংশ।

Find out more: