গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন। এর মধ্যে ২ হাজার ৬০৫ জন কেরলের। মহারাষ্ট্রেও গত কয়েক দিনে বেড়েছে সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪১০ জন। দেশের বাকি সব রাজ্যেই এক হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭৯ হাজার ৮১৫। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। এর মধ্যে ৩৪২ জনই কেরলে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা বাড়েনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৯ হাজার ৫২০ জন। আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বাড়লেও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৭ হাজার ৩২ জন।
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ১০টি রাজ্যে পাঠানো হচ্ছে মাল্টি-ডিসিপ্লিনারি টিম।বাংলা ছাড়াও এই তালিকায় রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পাঞ্জাব। করোনা শুরুর সময়েও কেন্দ্রের তরফে একইভাবে বিভিন্ন রাজ্যে মাল্টি ডিসিপ্লিনারি টিম পাঠানো হয়েছিল। অন্যদিকে, মাত্র তিন সপ্তাহ! তার মধ্যেই বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছে ওমিক্রন (Omicron)। করোনার এই নয়া প্রজাতি ঠিক কতটা ভয়ানক? ডেল্টা তুলনায় ওমিক্রনের (Omicron) অভিঘাত কতটা মারাত্মক? তা নিয়ে ইতিমধ্যে নানান পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। উঠে আসছে নানা পর্যবেক্ষণ।
Find out more: