এবারের বড়দিন অনেকটাই উষ্ণ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন, দুই তাপমাত্রাই অনেকটাই বৃদ্ধি পাবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। যার ফলে আজ থেকে শীতের আমেজ অনেকটাই কমবে। তবে ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রাজ্যে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। 

তবে আজ সকালে হালকা কুয়াশা থাকবে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বেলা বাড়লে প্রধানত পরিস্কার আকাশ থাকবে। তবে ৯৬ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকায় বেলা বাড়লে গায়ে গরম পোশাক রাখা যাবে না। তবে দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। জানা গিয়েছে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই কারণে এমন তাপমাত্রা বৃদ্ধি। নিম্নচাপ অক্ষরেখাটি রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন। এর মধ্যে ২ হাজার ৬০৫ জন কেরলের। মহারাষ্ট্রেও গত কয়েক দিনে বেড়েছে সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪১০ জন। দেশের বাকি সব রাজ্যেই এক হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭৯ হাজার ৮১৫। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। এর মধ্যে ৩৪২ জনই কেরলে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা বাড়েনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৯ হাজার ৫২০ জন। আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বাড়লেও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৭ হাজার ৩২ জন।

Find out more: