ব্রিটেনফেরত চার যাত্রী করোনা আক্রান্ত। আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ, এক জন মহিলা এবং পাঁচ বছরের একটি শিশুও রয়েছে। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর ওই চার জনের কোভিড পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পরই চার জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, চার জনের মধ্যে পুরুষ রোগীদের বয়স ৪৪ এবং ২৪, মহিলা রোগীর বয়স ৩১। তাঁদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার সেই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। তাঁরা কেউ ওমিক্রন আক্রান্ত কিনা সেই রিপোর্ট হাতে পাওয়ার পর স্পষ্ট হবে।
অন্যদিকে, দেশে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এর মধ্য়েই বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জানিয়ে দিয়েছেন, আগামী ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি, ৬০ বছরের বেশি বয়সীরাও পাবেন 'প্রিকশন ডোজ'। দেশের ৯০ শতাংশ মানুষের ভ্যাকসিন হয়ে গিয়েছে। এরই সাপেক্ষে রাজ্যে স্কুলও খুলেছে। ফলে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরা। স্বাগত জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও। ষাট বছরের বেশি বয়সীদের যাদের কো-মরবিডিটি রয়েছে তাঁদেরও ভ্য়াকসিন দেওয়া হবে। এমনটাই ঘোষণা প্রধানমন্ত্রীর। আগামী ১০ জানুয়ারি থেকে প্রিকশন ডোজ দেওয়া হবে ৬০ বছর বয়সী নাগরিক ও করোনা যোদ্ধাদের। এই 'প্রিকশন ডোজ'কে একরকম বুস্টার ডোজ হিসেবেই দেখছেন চিকিৎসকেরা।
Find out more: